ভাবিনি কখনো জীবন নিয়ে
হয় নি তো ফুরসত,
পেয়েছি যা কিছু জীবনের পথে
হয়েছি যে সহমত!
জীবনের সব বঞ্চনাগুলো
নিয়েছি যে মাথা পেতে,
তারই মাঝে আমি চিনেছি তাদের
শিখেছি এগিয়ে যেতে!
দেখেছি অনেক মানুষ জীবনে
দেখেছি তাদের মন,
দেখেছি যেমন শত্রু অনেক
দেখেছি আপন জন!
রক্ত লাগে না আপন হতে
লাগে না অর্থ, যশ
জাত, ধর্মের নেই কোনো কাজ
চাই যে হৃদ পরশ!
স্বার্থ, হিংসা, অহমই বাধা
আপন করার কাজে ,
শ্রদ্ধা, বিশ্বাস একে অপরকে
টানে যে হৃদয় মাঝে!
কতো মানুষই থাকে তো জীবনে
আপন ক'জন হয়
সত্যিই কজন আপন তোমার
দু্ঃসময়েই বোঝা যায়!
শত্রু বলো আর বন্ধু, জীবনে
উভয়ে মূল্যবান,
কেউ করে দেয় শক্ত তোমায়
কেউ ভরে দেয় প্রাণ!!!