কবিতার এই অপার সাগরে
           বয়ে চলে সব কিছু,
       যাক না জীবন যেখানে ইচ্ছে
          কবিতা'র ই করে পিছু!

       কান্না  থাকে,  হাসিও  থাকে
           থাকে আর ভালোবাসা,
       বিশ্বাস থাকে, অনুভূতি থাকে
            থাকে আরও প্রত্যাশা!

          প্রকৃতি থাকে রঙ মিলিয়ে
           থাকে সেথা কতো প্রাণ,
       প্রাণ ঢেলে দিয়ে কবি করে চলে
              কবিতা আবহমান!

      জীবনের সব চাওয়া পাওয়া গুলো
          থাকে সেথা ভেসে ভেসে,
      হারিয়ে যাওয়া কতো স্মৃতি সেথা
              রয়েছে ছদ্মবেশে!

         মজার মজার কথাগুলো সব
              ছন্দে ছন্দে ঢলে,
        কখনও নৌকা, কখনও জাহাজে
            কবিতা সাগরে চলে!

         রুষ্টতা থাকে, ক্রুদ্ধতা থাকে
              হিংসাও রয় মিশে,
          কখনও দেখায় শুধু নিরাশা
            কখনও দেখায় দিশে!

       হারিয়ে যাওয়া কতো ভালোবাসা
             কবিতায় আসে ফিরে,
        স্মৃতি গুলো সব প্রাণ ফিরে পায়
               কবির বুকটি চিরে!

        ইতিহাস থাকে, ভুগোল ও থাকে
             থাকে আরও বিজ্ঞান,
         হোক বাণিজ্য, হোক না কলা
             কবিতা সবেরই প্রাণ!

          কবিতা তে রয় অমর প্রেম
             কবিতায় পাবে শান্তি,
          কবিতা আনে বিদ্রোহ মনে
             কবিতাই ভাঙ্গে ভ্রান্তি!

          কতো কবিতা জড়িয়ে আছে
              সব জীবনের মাঝে,
            নাও গো তুলে একটি দুটি
              পড়ো ‌না সকাল সাঁঝে!!!