নতুন ধারায় বাঁচতে হলে
পরাণ টা রে দাও না খুলে,
রোদের তাপে একটু জ্বলুক
একটু আবার ভিজুক জলে।
বিদ্যুতের ও লাগুক চমক
ছড়িয়ে পড়ুক মনের কোণে,
বদলে দিতে বিচারগুলো
নতুন কোনো দৃষ্টিকোণে।
রামধনুর ও রঙীন আবেশ
সেই পরাণে করুক প্রবেশ;
ছড়িয়ে দিয়ে রঙের মেলা
স্মৃতিরা সব করুক খেলা।
অনুভূতি টাও জ্বলুক পুড়ুক
উঠুক সেথায় একটু ধোঁয়া,
হিমেল হাওয়ায় একটু কাঁপুক
বসন্তের ও লাগুক ছোঁওয়া।
ঋতুর খেলায় মাতবে পরাণ
করবে তাতেই শুদ্ধ স্নান,
পুষ্প সেথায় ফুটবে নতুন
পরাণ ছোঁবে নতুন ঘ্রাণ।
নিজের সাথে নিজের মিলন
উঠবে নতুন সূর্য কিরণ,
সেই পরাণের শুদ্ধ ছোঁয়ায়
নতুন ধারায় বাঁচবে তখন।