ছাব্বিশে তেই সুযোগ আবার
    দেখিয়ে দাও তোমরা সবাই,
   শিরদাঁড়া টা সোজা ই‌ আছে
     হয়নি সেটা বাঁশের চাটাই।

   ‌ এই বাংলাই পড়িয়ে ছিলো
     বিপ্লবের এক নতুন ভাষা,
    এই বাংলাই দেখিয়ে ছিলো
     দেশটা কে সেই নতুন আশা।

      এই বাংলায় জন্মেছিলো
      হাজার হাজার বিপ্লবীরা
     আজকে কেন সেই বাংলার
     ‌  ‌দৃশ্য এমন ছন্নছাড়া?

     বাংলা তোমার,বাংলা সবার
       বাংলার কতো গর্ব ছিলো,
      সেই বাংলার মান সন্মান
    আজকে কেন লুটিয়ে গেলো?

      নৃশংসতার সীমা ছাড়িয়ে
    বাংলা যে রোজ নামছে নীচে,
   ‌ সব টা‌ জেনেও সব টা বুঝেও
  লুকোবে কী একে অপরের পিছে?

    প্রশ্ন রইবে প্রজন্মের তোমার
    জন্ম দিয়েছো এ কোন স্থানে?
   মিলাতে পারি না ইতিহাস আমি
   ‌ রই বলো 'মা' কিসের টানে?

    পারবে কী সেদিন জবাব দিতে?
  যাবে না কী তোমার বুক টা ফেটে!
  দেরী নয় তাই ,ছুঁড়ে ফেলো ওদের
      যারা বাংলার মর্যাদা লোটে।

      এমন করে কতোদিন আর
       হারবে তুমি নিজের কাছে
     ভীতি হীন হয়ে,মর্যাদা নিয়ে  
  বাঁচার অধিকার  তোমারও আছে।

        ছিনিয়ে নাও সবটা এবার
        ফিরিয়ে দাও বাংলার মান
       বদলে দিয়ে আসলে সুযোগ
        তবেই কোরো পূণ্যস্নান!!!