জীবনের শেষ প্রান্তে এসে দেখি
অনুভূতি গুলো সব একে একে ভিড় করছে
কেমন যেন অসংলগ্ন, বিশৃঙ্খল ওরা
একে অপরকে ধাক্কা দিয়ে
এগিয়ে যাওয়ার এক অসীম চেষ্টা !
কিছু অনুভূতি, যারা শান্ত, স্নিগ্ধ
চুপচাপ দাঁড়িয়ে আছে অপেক্ষায়,
ভাবছে, ওদেরও আসবে সুযোগ
ওরা করুণ দৃষ্টি তে দেখছে,
ওরা তো সুখানুভূতি,
ওদের আশ্চর্য লাগছে
তাই অবাক হয়ে দেখছে ঐ উচ্ছৃঙ্খলতা!
ভাবছে, কেন এরা এতো শৃঙ্খলা হীন
কেন করে এরা এতো শব্দ!
এদের কী এতটুকু বিচার নেই!
অপেক্ষায় ওরা! নিঃশ্চুপ, নিঃশব্দে
ওরা চায় শান্তি দিতে, ওরা চায় নীরবে বুঝাতে
অনুভূতির ও একটু অনুভূতির প্রয়োজন আছে!