ওরে, অহম্ টারে আঁকড়ে ধরে,
আর কতোকাল বাঁচবি বাছা
সহজ সরল জীবন টারে,
ভরলি নিজেই আস্ত খাঁচায়।
অহম্ যে তোর মন- কুয়াশা,
দেখবি নে আর স্বচ্ছ কিছু,
ভাববি যে তুই সবার আগে,
রইবি পরে সবার পিছু।
মনটা জুড়ে রইলে অহম্ ,
কৃতজ্ঞতার জায়গা কোথায়
প্রকাশিলেও কৃতজ্ঞতা
শব্দ হয়েই রইবে সেথায়।
ধন,জ্ঞান,রুপ যা আছে তোর ,
যার বলে তে অহম্ দেখাস
রাখলে সেথায় নম্রতা টারে,
সব কিছু পায় দিব্য প্রকাশ।
নম্রতা দেয় ভোরের আলো
স্নিগ্ধতা তেই রয় সে ভরে,
দে না অহম্ দূর ভাগিয়ে
নম্রতা নে আপন করে।