সবাই এখন সবটা জানে,
গুরু বলে কেউ না মানে;
গুগল একাই শিক্ষা গুরু,
অন লাইনে শিক্ষা শুরু!
বয়স বলে নেই কিছু আর,
কোন বয়সে কোনটা শেখার;
সব কিছু তো অনলাইনে,
বয়স টয়স সে না মানে!
বিজ্ঞাপনও লোক দেখে না,
কে দেখছে সে মানে না;
তাই যে সেটা মাত্রাহীন আজ,
জানাবে সবায় সেটাই যে কাজ!
জানলে পরেই বিক্রি হবে,
উৎপাদন ও বৃদ্ধি পাবে;
এটাই নিয়ম,এ যে বাজার,
বিজ্ঞাপন ও মজার মজার!
কিছু কিছু বিজ্ঞাপনে,
শিশুর মনে প্রশ্ন আনে;
হয়তো সেটা এমন তরো,
জানা উচিত যারা বড়ো!
বলো এখন কী বলবে!
যুগের হাওয়ায় চলতে হবে!
সাইড কাটার নেই তো উপায়,
বলবে গুগল কী করা যায়???