ভালোবাসা এমনও হয়
মনেই রয়ে যায়,
প্রকাশহীন এ ভালোবাসা
মনেই বাঁধা রয়।
মন ই রাখে আঁকড়ে তারে,
মনের গভীর টানে,
প্রতি পলেই মন তারে পায়,
রয় সে ছেয়ে মনে।
এক মনেতেই জমতে থাকে
সব রকমের আশা,
হয় না যে তার প্রকাশ আদৌ
নিঃসঙ্গ এ ভালোবাসা।
হলেও সে বা একটি মনে,
যত্নে বড়ই রয়;
নিঃসঙ্গ এ ভালোবাসার
ভাষাই ভিন্ন হয়।
নিঃসঙ্গ এ ভালোবাসার
হয় না আদান প্রদান,
পূণ্য হয়ে রয় সে মনে,
পায় না সে আর প্রাণ।