ও পাখি, পাখায় যে তোর রঙ লেগেছে
তুই কি তবে খেললি হোলি
নাকি, ঐ পলাশ গাছের ডালে বসেই
নিজের পাখায় রঙ ছড়ালি!
সবাই বলে, তুই নাকি রোজ
খেলিস সেথায় প্রেমের খেলা,
তবে কি ঐ পাখার রঙেই
ফুটছে তোর ঐ প্রেমের মেলা!
ডাক দিয়ে তোর মাদক স্বরে
সবায় যে তুই করিস পাগল,
তুই কি এলি প্রেম ছড়াতে
ও পাখি তোর নামটা কি বল!
গন্ধহীন ঐ রঙের বনে
রঙ মিলিয়ে নাচতে থাকিস,
নিত্য নতুন ফুল গুলো কে
ঠোঁট টা দিয়ে আদর করিস!
বসন্তের এই রঙিন দিনে
কোথা থেকে আসিস রে তুই
তুই কি শুধুই রঙের প্রেমী
আয় না তোকে একটুকু ছুঁই!
ভাবছি এখন আমার মনেও
ঐ রকমই রঙ ছড়াবো
ডাকবো তোকে আমার কাছে
তোরই সাথে দিন কাটাবো!!!