ভালোবেসে মনটারে আজ
দেখাও না আজ খোলা আকাশ,
দাও না তাতে একটু সুবাস,
পবিত্রতার স্নিগ্ধ বাতাস!
সে তো যুদ্ধ করে তোমার হয়ে
আঘাত খেয়ে পড়েও নুয়ে,
স্মৃতির মূলেও রয় যে ক্ষত
রক্ত ঝরে অবিরত!
যতই ক্ষত থাকুক সেথা,
হোক না সেথায় কঠোর ব্যাথা,
তবু সে তো দাঁড়ায় রুখে,
সাহস জোগায় তোমার বুকে।
বল ফিরে পাও তারই তরে,
থাক না যুদ্ধ জীবন ঘিরে,
আগলে রাখে তোমায় সদা
যতই আসুক বিপদ বাধা!
দেয় ফিরিয়ে জীবন স্রোতে,
নতুন আশার আলোক পাতে,
এমন প্রিয় মনটারে আজ
যত্ন করে দাও না গো সাজ।
একটু সময় নাও না হাতে,
আলাপ করো নিজের সাথে;
নিজেই নিজের বন্ধু হয়ে ,
দুঃখ কষ্ট নাও না সয়ে!
মনটা শুধুই আপন তোমার,
স্বপ্ন দেখায় যুদ্ধ জেতার,
হৃদয় দিয়ে তারেই চেনো,
কান টি পেতে তারেই শোনো!
দেখাও তারে অসীম আকাশ,
দাও না সেথায় শুদ্ধ বাতাস;
মেঘগুলো কে দাও সরিয়ে,
পূণ্য আলোয় নাও ভরিয়ে।
মন তো তোমার জীবন সাগর
অজস্র ঢেউ উঠবে সেথা,
মানলে নিয়ম সাগর স্নানের
জীবন হবে পূণ্য কথা!!!