নিঃশব্দ নিঝুম রাতে
        বসে ছিলেম শূন্য মনে,
     শনশনিয়ে উঠলো হাওয়া
        বললো যেন কানে কানে।

      একলা এমন গভীর রাতে
          ভাবছো কী গো উদাস হয়ে,
       আর ভেবো না বন্ধু আমার
           বৃষ্টি এবার আসছে ধেয়ে।

      মনের মাঝে জাগলো আশা
       বাইরেও ঝড় হচ্ছে খাসা,
         মেঘ ডাকছে গুরু গুরু
         মনের মধ্যে বৃষ্টি শুরু।

       ঝড় টা যেন যাচ্ছে থেমে
        এবার এলো বৃষ্টি নেমে,
        তপ্ত ধরার মিটিয়ে তৃষা
       করবে শীতল ক্রমে ক্রমে।

       সবুজ হোলো গাছের পাতা
       আসলো যেন ওদের ত্রাতা,
        খিলখিলিয়ে হাসছে ওরা
        হাসিতে রয় প্রাণটি ধরা।

        একলা আমি দেখছি বসে
         বসুন্ধরা ও উঠলো হেসে,
           ক্লান্ত চারা,বৃক্ষ সবাই
        দুলছে দোলায় ভালোবেসে।

        মূহুর্ত তেই বদলে গেলো
       এ কোন নতুন শিল্পী এলো,
      জলের রঙে,হাওয়ার ছোঁওয়ায়
  চিত্রটি কেই বদলে দিলো,বৃষ্টি এলো।