অভিমানের চাদর মুড়ে
ধীরে ধীরে যাচ্ছো দূরে,
ভালোবাসার গয়না গুলো
একে একে ফেলছো ছুঁড়ে!
কোরোনা সেই অভিমান
যাতে প্রেম পথ হারাবে,
ভালোবাসার চিহ্ন গুলি
মাটিতেই লুটিয়ে রবে!
সে মাটি সকাল সাঁঝে
রইবে মনের ই মাঝে,
সেথা ঝড় রইবে জুড়ে
পারিবে কী সহিতে তারে?
ওরে মন হোস না পাগল
ওকে তুই রাস্তা দেখা,
এ পথের ও নতুন পথিক
ভালোবাসা তুই ই শেখা!
যদি রয় ভালোবাসা
কিছু তো রইবে আশা,
সব আশাই হবে যে পূরণ
সে তো নয় প্রেমের ভাষা!
অভিমানে মিশলে অহম
প্রেম পথ হয় দুর্গম;
সেই পথ এড়িয়ে চলো
প্রেম কে ই বন্ধু বলো!
সে অভিমান একলা করে
হৃদয়ের কষ্ট বাড়ে,
অভিমান গুমড়ে মারে
প্রেম কে জ্বালিয়ে ছাড়ে।
অভিমান হোক সীমিত
থাক সেথা কোমলতা,
কিছুটা আবেগ ভরা
হৃদয়ের প্রেমের কথা।
অভিমান প্রেমেরই সাথী
প্রেম রথে কে সারথি,
তোমাকেই বুঝতে হবে
তবে প্রেম অমর রবে।