বছর গুনলে হয় না থাকা,
          ততোকাল এক সাথে;
        মনে কতোকাল রইছো সাথে,
           তাকেই গুনবে হাতে!

        কত জীবনই থাকছে সাথে,
            থাকছে অনেক কাল;
        থাকার জন্যই থাকছে তারা,
            মনের জানোনা হাল!

  ‌      আঘাতের পর আঘাত খেয়ে
              ক্ষত বিক্ষত মন;
         শরীর একাই রইছে যেথা
              শ্রদ্ধা বিসর্জন!

           সমাজের এই দৃশ্য খানি
              নয়কো বিরল আজ,
         দেখছে লোকেরা উপর থেকে,
              সমাজ কপালে ভাঁজ!

           চাই যদি আজ সুস্থ সমাজ,
                পরিবার চাই শক্ত,
           পরিবারে দিলে ছন্দ ফিরায়ে
                নগরী করিবে নৃত্য!

            পরিবার জনে দাও বিশ্বাস
                বিপদে রইবে সাথে,
            সময় দাও, ভালোবাসা দাও;
                শ্রদ্ধা রাখিও তাতে!

           করোনার বলে, এ সবের কিছু
                 ফিরে পায় পরিবার,
           তাই বলে কী,এ সুখ পেতে
                করোনা কে দরকার!!!

     @@@@@@@@@@@@@@@@@