আমি দুই হাজার একুশ
          ছিলেম তোমার সাথে,
     সবার কাছে বিদায় নেবো
            রাত্রি বারোটা তে ‌‌।

      ডেকেছিলে তোমরা আমায়
            অনেক আদর করে,
           বলেছিলে কষ্টে সবাই
             একটি বছর ধরে।

           প্রাকৃতিক দুর্যোগ আর
               মারণ রোগের তরে,
           ভীত হয়ে ছিলে সবাই
               নিজেরই সংসারে।

             ঈশ্বর কে কাতর হয়ে
               ডেকেছিলেম আমি,
           সবার যেন হয় গো ভালো
               হে মোর অন্তর্যামী।

             যাবার আগে আমি যেন
               মান টি নিজের রাখি,
            মারণ রোগের প্রতিরোধের
                 সাক্ষী হয়ে থাকি।

                বন্ধু যদি সদয় হয়ে
                একটু ভেবে দেখো,
                প্রকৃতির এই দুরবস্থা
               তোমরা নিজেও ডাকো।

              শ্বাস নিতে চায় প্রকৃতিও,
                রুদ্ধ কোরো না তারে;
               বাঁচলে সে, বাঁচবে তুমি
                  সুন্দর এ সংসারে।

           আমার তো আজ শেষ দিন তাই
               বলছি জোড় হাত করে,
              মান্যতা দাও নিয়ম গুলির
                    মানবতার তরে।

            আগামী দিনে সবার মনে
                   ভরুক সদিচ্ছা,
            সবার জীবন কাটুক ভালো
                   রইলো শুভেচ্ছা।

                           ইতি----২০২১