ওপারে যাওয়ার করি চেষ্টা,
দেখি এপার পিছু ডাকে,
মধ্যিখানে দাঁড়িয়ে আছি,
এক অজানা ঘূর্ণিপাকে।
আকাশ পানে চেয়ে দেখি,
ভাসছে যে কালো মেঘ,
ঝুঁকলে নিচে পাই দেখা,
কলকল স্রোতের বেগ।
এমনি করেই কাটছে বেলা,
থমকে দাঁড়িয়ে রয়েছি,
প্রহর তো যাচ্ছে দ্রুত,
গন্তব্যে কি করে পৌঁছি।
জীবন সেতুর মাঝখানেতে,
আমি এখন দোদুল্যমান,
ভাবছি কোন পাড়ে গেলে,
মিলবে আমার পরিত্রাণ।