তোর জন্য কি লিখবো বল,
পাইনা কোনো শব্দ খুঁজে,
যা লিখি তা হিজিবিজি হয়,
বাক্য গুলো উঠেনা সেজে।
তোর ধর্ষণ হলে দেশটা তো,
অসহিষ্ণুতায় উঠেনি ভরে,
ফেসবুক ট্যুইটার যায়নি উবে,
তেমন জোর প্রতিবাদী ঝড়ে।
তোর জন্য কাঁপে না রাজপথ,
মোমবাতিও উঠেনা তো জ্বলে,
চলচ্চিত্রের নায়ক নায়িকার,
গলায় থাকেনা প্লেকার্ড ঝুলে।
তোর জন্য কেউ লাগায় নি,
মুখমণ্ডলে কাপড় কালো,
সাত বছরের ছোট্ট দিব্যা তুই,
থাকিস রে অনেক ভালো।
পরজন্মেতে যদি পারিস তবে,
জন্ম নিস অসুরনাশিনী হয়ে,
দুর্বৃত্তের যেন পালিয়ে বেড়ায়,
তোর সংহারক রূপের ভয়ে।
ক্ষমা কর দিব্যা তুই আমাদের,
নরপশু তোকে বাঁচতে দেয়নি,
মানুষরূপী অমানুষের দলে তো,
ভরে গেছে পুরো পৃথিবীখানি।
-©-Sumon Das-02-07-2018-