সুমন দাস।
তোমার জীবন আকাশে আজ,
দিচ্ছে আলোক পূর্ণিমার চাঁদ।
আমার জীবনের আকাশ মাঝে,
করছে বিরাজ অনেক অবসাদ।।
তোমার মুখে তো প্রতিদিন ছুটছে,
অফুরান হাসিঠাট্টার ফোয়ারা।
আমার এই জীবনটা হঠাৎ করে,
হয়ে উঠেছে যেন খুবই ছন্নছাড়া।।
তোমার তো এখন কাটছে সময়,
বাঁধনহারা অনবিল সুখের মাঝে।
আমার এখন সময় কেটে যাচ্ছে,
হতাশার মাঝে জীবনকে খোঁজে।।
তোমার চলার পথে যে প্রতিদিন,
বিছানো হচ্ছে নানা রঙের ফুল।
আমার পথ মাঝে কাঁটা বিছানো,
বিঁধছে যে পায়ে প্রতিদিনই হুল।।
তোমার শেষ যাত্রা পথে হয়তোবা,
দুপাশে দাঁড়াবে লোক সারি সারি।
আমি তো নীরবে নিভৃতে চুপিসারে,
না ফেরার দেশে একাকী দেব পাড়ি।।
-©- Sumon Das----03-11-2017-