সুমন দাস।
অনেক কিছু কথা যে ছিল বলার,
শুনাইবার মানুষ তো আজ নেই।
নিজেই শুনিনা নিজের কথাটুকু,
তবে কি করে অন্যকে দোষ দেই।।
সময়ের ফেরে এখন ব্যস্ত সবাই,
কেউ শুনতে চায়না কারো কথা।
ছেলে ব্যস্ত টাকা কামাই করতে,
আপন কাজে ব্যস্ত আজি পিতা।।
মায়েরা ব্যস্ত সংসার সমালাতে,
সন্তান হবে ডাক্তার ইঞ্জিনিয়ার।
বন্ধুরাও ব্যস্ত অফিসের কাজে,
সময় নেই দুদন্ড আড্ডা মারার।।
সম্পর্ক গুলো আজ সীমাবদ্ধ,
সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কেউ শোনে না যে কারে কথা,
সময় একটুও থাকবেনা থেমে।
ব্যস্ত আজিকে সকলে আমরা,
সময় নেই কারো কথা বলার।
তাইতো সম্পর্ক গুলো ঠুনকো,
অভাব সর্বত্রই ভালোবাসার।।
গড়ার আগেই ভাঙছে সম্পর্ক,
আমরা সকলেই আজ যান্ত্রিক।
নিজেকে নিয়ে ব্যস্ত এখন সবাই,
তাই অবসাদ ঘিরেছে চারিদিক।।
-©-Sumon Das-25-10-2017-