সুমন দাস।
জীবনটা আজ হয়ে গেছে যেন,
এক ধূসর মরু প্রান্তর।
যেদিকে তাকাই সেইদিকে দেখি,
শুধু উঠছে বালুকা ঝড়।।
বহু ক্রোশ পেরিয়ে যে, বড় ক্লান্ত,
আমার এই ক্ষুদ্র কায়া।
ইচ্ছে ছিল, খানিকটা নেব বিশ্রাম,
কোথাও যে নেই ছায়া।।
তেষ্টায় যেন, বুকটা যাচ্ছে ফেটে,
পাইনি জলের দেখা।
জল ভেবে যখন, যাই ছুটে আমি,
দেখি এতো মরিচিকা।।
আর কতো ক্রোশ, হাঁটতে যে হবে,
তাহা আজও অজানা।
এমনি করেই তো, চলছে পথচলা,
বয়ে জীবনের যন্ত্রণা।।
জীবনের মরুভূমিতে কোনদিন,
হবে যে প্রাণের সঞ্চার?
অনেকটা পথ, দিয়ে পাড়ি আজ,
দেহ মন হয়ে গেছে অসাড়।।
-©-Sumon Das-30-11-2017-