—————বালুকা ঘর—————
সুমন দাস।
হৃদয় সমুদ্র তটে বানিয়ে ছিলাম,
একটি সুন্দর বালুকা ঘর।
সাজিয়ে ছিলাম অতি যত্ন করে,
তাতে ভালোবাসা ছিল তোর।।
রেখেছিলাম আগলে ওই ঘরখানি,
নিংড়ে দিয়ে সব ভালোবাসা।
তোকে নিয়ে তো দেখেছিলাম আমি,
কত যে রঙিন স্বপ্ন ও আশা।।
আচমকা ওই ঘরখানি ভেঙে গেল,
অদৃশ্য ঢেউয়ের আঘাতে।
অনেক স্বপ্ন অনেক আশা আমার,
নিঃশেষ হয়ে গেল তাহাতে।।
বালুকণাতে এখনও খুঁজে ফিরছি,
হে প্রিয় ভালোবাসা তোর।
তুই থাকলে পাশেতে দুজনে মিলে,
এবার গড়ব মন মাঝে ঘর।।
-©-Sumon Das--16-10-2017-