সুমন দাস।
নরেন বাবুর বাড়িতে আজ মস্ত আয়োজন,
নেতা মন্ত্রী ও বড়লোকের হয়েছে নিমন্ত্রণ।
উনার ছেলে আজ যে হল শুভ জন্মদিন,
আনন্দে তাইতো সবাই নাচছে তাধিনধিন।।
কত রকম মিষ্টি দ্রব্য এসেছে শহর থেকে,
মাছ-মাংসও মিষ্টি দই আরও কত কি যে।
একে একে আসছে গাড়ি আসছেন লোক,
সবাই মিলে আচ্ছা করে যে হবে ভুরিভোজ।।
হৈ হুল্লেড় যাচ্ছে শোনা বেজে চলছে গান,
বাতাসে আসছে ভেসে ভোজ রান্নার ঘ্রাণ।
ক্ষণিক পরেই বসেছে যে আসর খাওয়ার,
মিষ্টিও মাংস পোলাও পড়ছে পাতে সবার।।
পাশের বাড়ির দুঃখীরাম করছে চাপা কান্না,
পাঁচ বছর আগে এইদিনে জন্মেছিল কন্যা।
নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা যাহার,
মেয়ের জন্মদিন করার যে নেই সাধ্য তার।।
চাউনির দিকে তাকালে তারা গোনা যায়,
ভুরিভোজ করানোর ইচ্ছে তার কি মানায়।
মেয়েকে বুকে জড়িয়ে ফেলে চোখের জল,
ভাবে ভুরিভোজতো করবে বড়লোকের দল।।
তাদের পানে কেউ তো ফিরেই তাকায়না,
বড়লোকের উচ্ছিষ্টই তাদের বড় পাওনা।
সমাজে বড়লোকের অভাব দেখা যায়না,
অভুক্তের কান্না ওদের কানে পৌঁছায় না।।