সুমন দাস।
অমানিশার রাত সবার ঘরে,
জ্বলবে দীপাবলির আলো।
অভাগীনি আজ বড্ড উদাস,
মনখানি যে নেই তার ভালো।।
দিনকয়েক হলো স্বামী তার,
গিয়েছিল দেশ রক্ষার তরে।
দুর্বৃত্তরা কেড়ে নিল প্রাণটা,
কাফিন বন্দি দেহ এলো ঘরে।।
সিঁথির সিঁদুরের দাগটা তার,
হয়নিকো উজ্জ্বল লাল রঙের।
তার আগেই প্রয়োজন হলো,
গায়ে জড়াতে সাদা কাপড়ের।।
অপরাধ কি ছিলো অভাগীনির,
স্বামী গিয়েছিল দেশের কাজে।
তবে কেন সবকিছু ছেড়ে তাকে,
আজ থাকতে হচ্ছে বিধবা সেজে।।
কার ভুলে তার প্রেমের প্রদীপটি,
দমকা হাওয়ায় হঠাৎ নিভে গেল।
অভাগীনির জীবনের অমানিশায়,
কে জ্বালাবে বলো শান্তির আলো।।
-©-Sumon Das----19-10-2017-