"মা"
অশোক দাস
ছোট্ট বেলায় তোমার বুকে
থাকতাম যখন ঘুমিয়ে সুখে
ভাবতাম তুমি ছাড়া বুঝি
এই পৃথিবীতে কেউ নেই মোর!
তোমার কোলে মাথা রেখে
কাটিয়ে দেবো মনের সুখে
আনন্দেতে থাকবো জীবন ভোর ।
বড় হলাম সুখ স্বপনে
নীলা এলো মোর জীবনে
সুখের ঠিকানা পেলাম অন্যথায়!
এখন নীলার বুকে মাথা রেখে
কাটাচ্ছি মা মহাসুখে
তোমার কথা আর তো মনে নাই।
কেনো মাগো এমনটা হয় ?
ভালোবাসার কেন এই অবক্ষয়
সুখের ঠিকানা কেন বদলে যায়?
কি আছে মা নীলার মাঝে
যেটা তোমার কাছে নাই
যার টানেতে মজে গিয়ে
থাকছি মাগো বিভোর হয়ে
তোমার হল বৃদ্ধাশ্রমে ঠাঁই ।
ভেবো না মা আসছে সেদিন
নীলার ভালবাসাও ফিকে হবে যেদিন
তোমার পাশে সেই ছোট্ট ঘরে
তোমার বুকের মাঝে স্বর্গদ্বারে
আমার হবে আবার ঠাই।