বিশ্ব পিতার সন্তান
চেনা পৃথিবীটা হঠাৎ কেমন যেন বদলে যাচ্ছে
হারিয়ে যাচ্ছে মানুষের সুক্ষ অনুভূতিগুলো
ধর্মান্ধতা ও কামান্ধতা মানুষকে করে দিচ্ছে অন্ধ.....
পৃথিবীটাকে ছিঁড়ে খাচ্ছে একদল মানুষ রুপি হায়না
মনুষ্যত্ব তাই আজ বধির হয়ে গেছে হাত বাধা মুখ তার বন্ধ।
কিন্তু এমনটা হোক তা তো আমরা চাইনি কেউ
চাইনি আমরা শস্য-শ্যামলা এইপৃথিবী হয়ে উঠুক বাসের অযোগ্য
চেয়েছিলাম একসাথে বাস করতে একমন একপ্রান একাত্ম হয়ে
আমাদের অমরকীর্তি গুলো একে একে যাবে রয়ে ।
কিন্তু তা নিজেদের স্বার্থে হতে দিলনা একদল মানুষ রুপি শয়তান
বারবার তারা চোখে আঙ্গুল দিয়ে আমাদের বলছে
তুমি হিন্দু ,তুমি মুসলিম ,তুমি শিখ, তুমি জৈন ,তুমি খ্রিস্টান, কিন্তু একবারও তারা বলে না আমরা সবাই এক,
আমরা বিশ্ব পিতার সন্তান।