আমাকে আমার মত থাকতে দাও।

।অশোক দাস।

আমাকে আমার মত থাকতে দাও--
আমি পারবো না তোমার মত হতে,
পৃথিবীর যত লাঞ্ছনা- গঞ্জনা আমার থাক
আমি পারবোনা তোমার মত মেকী সুখীহতে,
এইতো সেদিন তুমি বলেছিলে--
তোমার দুঃখ আমার দুখ-- তোমার সুখই আমার সুখ,
সে কথা আজ হারিয়ে গেছে কালের স্রোতে -
দূরে বহুদূরে
এখন তোমার সুখই প্রতিনিয়ত দিচ্ছে আমায় দূঃখ।
তবু ও--পেয়েছো কি সুখের ঠিকানা?
পেয়েছো কি সত্যি কারের সুখ?
পাওনি জানি কারণ
তোমার সুখের ঘরেই আজ বাসা বেধেছে
মেকী সভ্যতার অসুখ
তাই আমাকে আমার মত থাকতে দাও--
আমি সরিয়ে নিয়েছি নিজেকে তোমার জীবন হতে।                                                  তোমার জীবন তোমার মতই থাক                        
আমার জীবন চলুক না বাঁধা গতে।
----------------------------