ভালবাসি তব মুখের হাসি
ঐ মায়া মাছা মুখ
জানোই না তোমার বিরহে
কেঁদে কত ভাসে বুক!
ভালবাসি ঐ গোমড়া মুখটা
তোমার আপনজন,
এত ভালবাসার পরেও কেন?
ভাঙ্গবে তোমার মন।
ভালবাসি তোমার ঝুমকা ওয়ালা
ঐ দুখানা কান,
নানীর সাথে বসে বসে তুমি
খাবে মিষ্টি পান।
ভালবাসি খুব নাকফুল ওয়ালা
ছনছনে ঐ নাক,
কত লোকে তোমায় দেখলেই
অজান্তে মারে ডাক।
ভালবাসি খুব তোমার গলার
মিষ্টি ঐ আওয়াজ,
দেখতে তুমি অমায়িক সুন্দরী
মনটা স্বচ্ছ কাচঁ ।
বাতাসে খুব দোল খেতে দেখি
তোমার সিল্কি চুল,
তোমায় দেখার সুযোগ পেলে
আর হবে না ভুল।
তোমার চোখের আবাক চাহুনি
কেড়ে নেয় যেন মন!
বখাটে ছেলেরা তোমার পিছনে
করে শুধু বনবন।
অবাক হয়ে দেখি শুধু তোমার
ভুবন ভুলানো হাসি,
দাঁতগুলো যেন হীরার টুকরা
তোমায় ভালবাসি।