নারী তোমাকে অভিবাদন  জানাই,
শুভেচ্ছা অবিরাম,
গর্ভে রেখে দাও মাসের  পর মাস,
বিরহে ও অসময়ে আগলে  রাখো,
শত  কষ্ট ও পরিশ্রম দিয়ে দিচ্ছো-
তোমাকে সৃষ্টির দাম।
নারী তোমার  তরে  সহস্র সালাম,
তুমি স্বপ্নদের দ্রষ্টা,
অর্ধাঙ্গিনী হয়ে সহস যোগাওঁ সদা,
সন্তান-সন্ততি মানুষ করছো ক্লেশে,
অধম নরের সেরা উপহার হিসেবে -
সৃষ্টি করেছেন স্রষ্টা।
নারী তোমার জন্য হদয়ে ভালবাসা,
নরকে করেছ পূর্ণ,
তোমার সৃষ্টিতে পৃথিবী ধন্য হয়েছে,
তুমি এসেছো বলে ধরার মুখ দেখি,
দুনিয়ায় সব নাজ নিয়ামতের মাঝে,
নারী তুমি  অগ্রগণ্য।
তিলেতিলে নিঃশেষ করো  নিজেকে,
জন্ম দাও সব প্রাণ,
তুমি সংসার নামক বন্ধনের কারিগর,
ক্লেশের যাতনা  তুচ্ছ তাচ্ছিল্য  করো,
নিজেকে নরের কল্যাণে বিলাচ্ছ তুমি-
জীবনটা করছো দান।
নারী তুমি এসেছো বলে শিখেছি কথা,
ভাষা শিক্ষা দাও তুমি,
বিনিময়ে কিছু দিতে পারি না তোমায়,
শুধু শাসন-শোষণ আর ধরাবাঁধা নিয়ম,
ঘরের কোণে বন্দি করে রাখি তোমায়,
তোমার চরণদ্বয়ে চুমি।