মানুষ হিসেবে বানালে  খোদা
দিলে কত অন্নবস্ত্র,
তোমার মহত্ত্বের পরিচয় দিতে
সৃষ্টি করেছ নক্ষত্র।
খোদাতায়ালার কুদরতি ছোঁয়ায়
সূর্যি আলো দিয়ে যায়,
মহান করুণাময় অদ্বিতীয় তুমি
তুমি ছাড়া খোদা নাই।
বানালে বায়ুমন্ডল নদী ভরা জল
জলাশয় ভরা মাছ,
ক্ষেত ভরে দিলে শাকসবজি শস্য
ফুল ফল ভরা গাছ ।
ঘর ভরে দিলে অগণিত মানুষ
দিয়েছ কত দাস,
পশুপাখির সাথে উর্বর ভূমি দিলে
কৃষকেরা করে চাষ।
হীরা সোনা সহ বহু খনিজ আছে
মাটিতে বিদ্যমান ,
পৃথিবীতে করেছো জীবের সঞ্চার
চাইলেই নাও প্রাণ।
উঁচু উঁচু  সব পাহাড় পর্বত দিলে
সাগর  ভরা  জল,
অদৃশ্য  বাতাস প্রবাহিত  করছো
আহ্  কত  নির্মল!
দুনিয়ার যত মোহ-লোভেতে পরে
করি অসংখ্য পাপ,
মাথা নত করে ক্ষমা চাইলে  প্রভু
গুনাহ করেন  মাপ।
জীন-ফেরেশতারে বলেছে করতে
মানুষকে খুব সম্মান,
সকলি তোমার ইশারায় হয় খোদা
শুকরিয়া  হে  মহান।