বেঁচে থাকতে কেউ ভাবে না শেষ ঠিকানা কবর,

কবরে গেলেই পাওয়া যাবে পাতালপুরীর খবর।

ফেরত পাবে মনুষ্যজাতি সকল কৃতকর্মের দাম,

কাজে আসবেনা বাবা-দাদা বা বড় নেতার নাম।

মরার পরে কবর খুঁড়ে দেওয়া হবে দেহ দাফন,

টাকা-ক্ষমতা কবরে যাবে না,যাবে শুধুই কাফন।

ভাল কাজে কবর মাঝে শান্তি মিলে  সদাই ,

খারাপ কাজে গর্ব হলেও কবরে ফায়দা নাই।

মাটির ভেতর শুরু করা হবে কবরের প্রথম ধাপ,

দেহটাকে ধুলোয় মিশাতে মাটি দিয়ে দিবে চাপ!

সাপের কামড়ে বিকৃত হবে দেহখানির আকার,

কাউকে আবার পিটানো হবে সজোড়ে বারংবার।

মর্ত্যের সব জীব ও কীটে খাবে দেহ ছিড়ে-ছিড়ে,

মৃতের নাম হারিয়ে যাবে সকল ব্যস্ততার ভীড়ে।

আঘাতে দেহ বিকৃত হয়ে নতুন হবে তা পুনরায়,

কেয়ামত পর্যন্ত পাপীদের সাথে চলবে এমনটাই।

পাপীরা কবরে আঘাতে আঘাতে মরবে বারবার,

মৃত্যু যন্ত্রণা সঙ্গী হবে শুধু , যেটা ছিলো পাবার ।

প্রথম ধাপে ধরা খাবে যারা তাদের আছে খবর,

এই মুহূর্তে যে কারোর  ঠিকানা হতে পারে কবর!