আমি সদা সাম্যের গান গাই,
যেথা এসে মিশে গেছে সব,
সাদা, কালো কিংবা ধবল,
ধনী-গরিব সবার সম দাম।
ধরিত্রীর সব পাপী অধম,
সৎ কাজে  সদা  ব্যস্ততা,
পাপীরা কিন্তু মানুষ  বটে,
ভালর মত আছে  মর্যাদা।
ইতিহাসের সব জঘণ্য জন,
সোনালী পাতায় লিখা নাম,
খোদা তাদের সম্মান দিয়েছে,
আছে  তাঁদেরও বহু  দাম ।
আছে  যত  ল্যাংড়া ও খুঁড়া,
পৃথিবীর মহা পুরুষ - নারী,
ইতিহাসের  যত  সুন্দরীরা,
বীরের  যত  সব  বাহাদুরি।
শ্রমিক,কুলি,দিনমজুর হউক,
হউক  তারা  সেরা  ধার্মিক,
মূর্তি পূজারী সকলে  মানুষ,
তওবা করলেই  সব অতীত।
রাস্তার যত ফকির-মিসকিন,
পাগল হয়ে ঘুরে দিকে-বেদিক,
পথভ্রষ্ট  হয়ে  নেশাগ্রস্ত  যারা,
হতবুদ্ধি,জ্ঞান  নেই  হিতাহিত।
মৌলবিরা ধর্ম শোনায় সবারে,
পর্দানশীন লোক আছে  সকল,
ধর্ম জ্ঞানহীন আম জনতা যারা,
পর্দাহীন হলেও তারা নয় নকল।
আমি  সদা  সাম্যের গান গাই,
চরিত্রহীন ও সৎ চরিত্রের মাঝে,
কোন  প্রকার  ভেদাভেদ  নাই,
খোদার নেক দৃষ্টি ও মন বাসনায়,
সকল চরিত্রের রূপ বদলে  যায়।