বেশ কিছুক্ষণ ভাবিয়া দিখিলাম
আমি কিছু ব্যাপার,
পোশাক-আশাকে চাকচিক্য আর
বাহিরে রং এর বাহার,
এসবে কি কভু মহান হওয়া যায়
বুঝিনা এসবের কিছু,
ঘুরেফিরে কত সময় কেটেছে
চাকচিক্যের পিছু-পিছু!
শুনেছিলাম এক শেখ সাদী ছিল
পোশাক-আশাকে সাধারণ,
রাজার দরবারে দাওয়াত পেতো
বুঝি না আমি কারণ,
আমন্ত্রণ করতে লোক পাঠাতো
রাজা-রানি করতো বরণ!
কেউবা আবার পদধূলি নিতো
জড়িয়ে ধরে দু-চরণ।
পথিমধ্যে কোথাও আশ্রয় নিয়ে
হয়েছেন বহু অপমান,
অথচ কতজনে পাইতে তারে
দিতে চাইতেন জান ।
ইতিহাস ঘেঁটে পেয়েছি আরও
অসংখ্য মহান লোক,
দেখতে তারে কতজনের আবার
কেঁদে ভেসেছে চোখ।
চলো সবাই ভেতর সুন্দর করি
এতেই নিহিত সুখ ,
ভালবেসে সবে বরণ না করলেও
শীতলতায় ভরে বুক।