ওরে ব্যাঙ চিন্তা করে মাথা খাটা,
ঝড় এলে উড়ে যাবে তদের ছাতা।
বাড়ি উড়ে গেলে থাকবি কোথায়?
সবশেষে করবি তরা শুধু হায় হায়!
বার্ষার তালে ডাকিস ঘ্যাঙর ঘ্যাং,
ভিজলে ভেঙ্গে দিবো তদের ঠ্যাং।
ঘরেতে উঠে  যদি  একটু  পানি,
কাটবো তদের দুই চোখের ছানি।
দেখবি বাণের জলে ভাসছে মানুষ,
কৃষকের লক্ষ টাকা হচ্ছে ফানুস।
বুঝবি বর্ষা কালের বাণের কষ্ট ,
ছানিতে দেখিস না তো কিছুই স্পষ্ট।
তাইতো ডাকিস শুধু মেঘের জন্য,
না ডাকলে আমরা সবাই হবো ধন্য।
থৈথৈ পানি দিয়ে কি করবি তরা?
দেখছিস সকল স্থানেই পানি ভরা।
করিস না মেঘের জন্য দোয়া তরা,
বেশি মেঘ হলে আমরা যাবো মারা।