জনে জনে সবার মাঝেই কি যে ভীষণ হীনমন্যতা!
বলছি-

ফুল ফল না আসা  কতক  বৃক্ষরাজির  করুন কথা,
ঘিরে ধরেছে তাদের কিছু আগাছা আর জংলী লতা,
যেন ভীনদেশী লম্বাটে রমণীর আঁটোসাঁটো পোশাক।

অযত্নে অবহেলায় সেসব বৃক্ষগুলোর মৃতপ্রায় দশা !
যেমন -

মরুভূমির তীব্র ক্ষরার মাঝে বেঁচে থাকা ক্যাকটাস,
মাঝ সমুদ্রের প্রখর স্রোতে পোতের ডুবার আভাস,
মৃত পক্ষীরাজের উড়নচণ্ডী দশা থেকে মর্ত্যে পতন।

একাকিত্বে স্বর্গ-মর্ত্যের  সব দানব মানব নিষ্প্রাণ!
ভাবছি -

নাজ নিয়ামতের মাঝে নিঃসঙ্গ আদম(আঃ)এর কথা,
পাখাবিহীন নির্বিঘ্নে ছুটে চলা বিষাক্ত পেঁচানো লতা,
বহুসংখ্যক পাখা বিশিষ্ট অমায়িক সৌন্দর্যের ময়ূর।

জান্নাতে সুখী ছিলনা বলেই হাওয়া [আঃ] কে নিয়ে এই মর্ত্যে!

কল্পনা -
স্বর্গে অকল্পনীয় সুখের পরেও  হাওয়া [আঃ] ছিলো প্রার্থনা,
প্রতিদানে হলো শয়তানের বর্শবর্তী  নিষিদ্ধ  ফলের কামনা,
হাওয়া[আঃ]কে চাওয়াটা উচিত ছিলো কিংবা স্বর্গের একাকিত্ব।

কারন-
আল্লাহর দেওয়া জান্নাত এবং সম্মানে শুকরিয়া থাকলে হাওয়া [আঃ] সৃষ্টি হতো না !