প্রেম ভালবাসায় ব্যস্ত হয়ে পরেছে নগরী,
ব্যস্ততার আড়ালে কাজের ছড়াছড়ি,
কেউ ফাঁকা জায়গায় চুটিয়ে করছে প্রেম,
কেউ নিঃসঙ্গ হয়ে নিস্তব্ধতায় বসে -
মামা,
এক কাপ লাল চা দিও,
সাথে লাইটার আর সিগারেট।
বহু জনে প্রমে করছে খোলা ময়দানে
ধরা খাবে বলে লোকালয়ে থাকে,
কেউ বন্ধু বান্ধবী বলে চালিয়ে দেয়।
দারুণ ব্যস্ততায় সময় যায়,
কেউ সুখ নিয়ে ঘুরে, কেউ কষ্ট পায়!
প্রিয়জনের কোমল সংস্পর্শ পেতে -
কেউ চলে যায় লোকালয় থেকে দূরে,
যেখানে বোবা বৃক্ষরাজিরা স্বাক্ষী থাকে,
স্বাক্ষী থাকে চাঁদ,তাঁরা,সূর্য আর পশুপাখি।
কেউবা নিজেদের আড়াল করতে গিয়ে -
ইজ্জত, টাকা, মোবাইল হারায়,
কেউ অতি বিশ্বাসের বিনিময়ে সম্মান হারিয়ে,
মাথা নিচু করে ভাঙ্গা মনে ঘরে ফিরে।
তারা লাজুক প্রকৃতির!
কেউবা অব্যক্ত ভালবাসা নিয়ে ঘুরে,
প্রিয়জনকে বলে উঠতে পারে না,
ভালবাসা হারিয়ে কেউ মগ্ন হয় নেশায়।
তারা খুব ভদ্র মানুষ!
কেউ বই পোকা হয়ে ঘরে বসে থাকে,
কেউ গেইম, মুভি কিংবা সাহিত্য নিয়ে ব্যস্ত,
কেউ তাদের আকাঙ্খিত সব না পেয়ে খেলায় ব্যস্ত।
তারা বোবা, তারা বোকা!
লোকে তাদের নিয়ে নানা মন্তব্যে ব্যস্ত,
তারা খুব সাধারণ হলেও স্বাভাবিক নয়,
তারা কাউকে মারতে বা বকা দিতে পারে না।
তারা লাজুক!
তারা আবার প্রেমে পরে না,
প্রিয়জন কষ্ট পাবে বলে।
তারা লাজুক!
অব্যক্ত ভালবাসা বলতে পারে না,
যদি তার প্রিয়জন প্রত্যাখ্যান করে ফেলে।
তারা লাজুক!
চুটিয়ে প্রেম করার জায়গা খুঁজে পায় না,
তারা টাকা,মোবাইল ও সতীত্ব হারায়।
তারা লাজুক!
তারা সমাজে পরিবারকে হেয় করে না,
তারা সব হারিয়েও আত্মীয়ের সম্মান বাঁচায়।
তারা লাজুক!
প্রিয়জনকে তাদের আকাঙ্খা জানায় না,
তাদের পছন্দের নারী, বাইক সহ সব অব্যক্ত থাকে।
তারা লাজুক!
তারা নেশার ঘোরে খুঁজে নেয় তাদের স্বপ্ন,
যেটা তাদের কল্পনা এবং অব্যক্ত আকাঙ্খা।