আমি ভীষণ উচ্ছৃঙ্খল,
রণের হুংকার দিয়ে ভুবন কাঁপাই,
ধরি মাঝ দরিয়ার ভাঙ্গা নায়ের হাল,
আমি গুড়িয়ে দিতে পারি সব দূর্গ,
ছিড়ে দিতে পারি শত্রুর নায়ের পাল!
আমি ঝড়, আমি তান্ডব,
উড়ে যেতে পারি আকাশ ছেদিয়া,
শুষ্ক আকাশে প্রবাহিত করি কৃত্রিম বারি,
আমি উড়িয়ে দিতে পারি বন-জঙ্গল ,
ভেঙ্গে দিতে পারি সব ঘর-বাড়ি!
আমি টর্নেডো, আমি সাইক্লোন,
সমুদ্র থেকে পাড়ি দিয়ে স্থলে বানাই বাড়ি,
নিন্মচাপ হয়ে জ্বলিয়ে দিই দেহ,
আমি সব ভেঙ্গে চুরমার করি,
কোথাও বাঁধা দিতে পারেনা কেহ!
আমি মিসাইল, আমি বোমা,
পৃথিবী ছাড়িয়া ভ্রমণ করি মঙ্গলের লাল গ্রহ,
ছারখার করি উড়োযান-বাঙ্কার-নরনারী,
আমি ভীন গ্রহে বুনি নতুন আবাসের স্বপ্ন ,
প্রাণ সহ সকল স্থাপনা নিতে পারি কাড়ি!
আমি নৌযান, আমি ডুবুরি,
মারিয়ানা ট্রেঞ্চের গভীর তলে ডুবে যেতে পারি,
ধ্বংস করি সব জাহাজ-সাবমেরিন,
চাইলেই আঘাত হানি স্থলসীমায়,
আমি ঝান্ডাধারী কান্ডারী এক মায়াদয়াহীন!
আমি কার্বন, আমি এসিড ,
ঝলসে দিতে পারি সব জীবকুল যেথা আছে যত,
উষ্ণতা ছড়িয়ে নিন্মচাপ বানাই যত্রতত্র,
আমি অকারণে প্রাণীকে কষ্টে ভোগাই,
সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমি, মানুষটা নামমাত্র!