আকাশ ভরা শত তারা দেখি
দেখি গ্রহাণুর দল,
সূর্যটা রোজ আলো দিয়ে যায়
গ্রহ কক্ষে অটল ।
চাঁদটাকে শুধু ঘুরতে দেখছি
বসুধার চারদিকে,
মঙ্গল গ্রহটা মরে পরে আছে
না জানি কোন শোকে!
সকল গ্রহরাই অনবরত ঘুরছে
সদা খুব শৃঙ্খল,
মেঘমালারা বায়ুমন্ডলে আছে
নদীতে জল টলমল।
পশু পাখিরা নিরবধি সেবিছে
মোদের বারমাস,
বৃক্ষরাজিরা ফুল ফল দিতে
হয়না কভু নারাজ।
মানুষ সেবিছে সকল কিছুকে
করে কেহ বন্দেগি,
কেউবা আবার ভুল পথে হেটে
কাটাচ্ছে জিন্দেগী।
আসমানী সব কিতাব পাঠাল
নবী রাসূল মহান,
দয়া দেখিয়ে সাথে দিয়ে দিল
পবিত্র আল-কুরআন।
পাপিষ্ঠ সব মনুষ্যজাতি করছে
অগণিত সব ভুল,
সময় মতো সকলে পেয়ে যাবে
সব পাপের মাশুল।
কাউকে আবার দিয়ে দিলে তুমি
বাদশাহী মহান,
সিংহাসন বয়ে নিয়ে যেতো বাতাস
সাথে শত পালোয়ান,
ইতিহাসের লেখা মুজিযা সকল
খোদা  তোমার  দান,
জীব জানোয়ারের ভাষা বুঝে যেত
বাহ্  কি  মহীয়ান!
বহু সাহাবীরা ফেলে দিয়েছেন
শত  জ্বীনের  লাশ,
খোদার বিরুদ্ধে যাওয়া একমাত্র
শয়তান পাঁজির কাজ।
জান্নাত গুলোতে বানিয়ে রেখেছেন
নাজ  নিয়ামত  যত!
অদেখা হূর বানিয়ে রেখেছেন
তব পানে মাথা নত।
আসমান জমিনের দেখা অদেখা
সবই  আল্লাহর  দান,
করুনাময় স্রষ্টা কল্পনার অধীনে
খোদা  তুমি  মহান।