হেলায় হেলায় দিন চলে যায়
বুঝে আসেনা কিছু,
ছলনায় ফেলে পাপ করাতে
শয়তান ঘুরে পিছুপিছু,
চলার পথেই হঠাৎ একদিন
মৃত্যু দিবে ডাক,
হৃৎপিণ্ডটা থেমে যাবে সবার
শ্বাস নিবে না নাক!
মৃত্তিকা কভু দিতে পারে না
আমাদের কোন কিছু,
মরার পরেই  ঘিরে  ধরবে
অকল্পনীয় সাপ বিচ্ছু।
খোদার লাগেনা কোন নিদ্রা
লাগেনা কোন আহার,
যা চান তাই বাস্তবায়ন করেন
কল্পনা ও বাস্তবতার।
খোদা একজন'ই,বাকিরা সবে
তারই সৃষ্ট প্রতিনিধি,
হউক সে দানব কিংবা মানব
সূর্য, চন্দ্র ও নদী।
কুদরত ওয়ালা  মহান  খোদা
ভীষণ করুণাময়,
পাপের বিনিময়ে ক্ষমা করাতে
স্রষ্টাকে করিনা ভয়।  
কিছু মানুষ ও জ্বীনেরা করেন
পৃথিবীতে এমণ ঝগড়া,
একে  অপরের  মরণ  ডাকেন
তারা সব  হতচ্ছাড়া।  
স্রষ্টা কিন্তু একটাই  হতে পারে
দিচ্ছি এক উদাহরণ,
একাধিক খোদা  কিংবা স্রষ্টায়
ঝগড়া হতো দারুণ।
একাধিক স্রষ্টাও একে অপরকে
আঘাত করতো বেশ,
সৃষ্টি জগতে  থাকতো না  কিছু
সবাই হতো নিঃশেষ!