আকাশ বাতাস উত্তাল হয়ে
এসেছে কান্ডারী,
জীবন গেছে বহুজনের চলে
কেউবা অনাহারী।
বাতাসে ভাসছে বজ্রধ্বনি
রাজপথ থরথর,
ভেঙ্গে গেছে সব পাপের দূর্গ
শত্রুরা নড়বড়।
বয়ে গেলো কত রক্ত বন্যা
লাশেরা সারিসারি,
স্বৈরাচারীর পতন হয়েছে
শুকিয়ে গেছে নাড়ি।
দিক বেদিকে ছুটছে তারা
পালাবেই বা কোথায়?
বাঁচার মত তাদের যে আর
কোন অবলম্বন নাই!
কেউবা গেছে বিদেশে পালিয়ে
কারো জঙ্গলে বাড়ি,
জল পথে কেউ পাড়ি দিয়েছে
যাবে এ দেশ ছাড়ি ।
কান্ডারীদের হুঙ্কার শুনেছি
কন্ঠ তাদের বেশ,
ভয়ে বোয়ালেরা পাড়ি দিয়েছে
দূরের ঐ বিদেশ।
লুকানো সব রাক্ষুসে মাছেরা
পালাচ্ছে ছলে বলে,
অদূরে সবাই ধরা খেয়ে যাবে
কান্ডারীদের জালে।
স্বাধীন ভাবেই ঘুরছে সবাই
মুক্ত পরিবেশ,
মাওলানারা ওয়াজ শুনাবেন
খুশির নেইকো শেষ।
হিন্দুদেরও পূজা অর্চনাতে
নেই কোন নিষেধ,
বৌদ্ধ-খ্রিষ্টান সবে মিল তাই
হবে না ভেদাভেদ।
তৃষ্ণায় যেন প্রাণ যায় যায়
হারিয়েছে শত্রুরা পথ,
বাংলাদেশের কান্ডারীরা শীঘ্রই
নিতে যাচ্ছে শপথ।