নিয়নের আলোতে পিয়নের চিঠি
অকারণে পড়েছি বহুবার,
ভুলে গিয়েছি ভেবে মনে অট্টহাসি
দেখা হবেনা বুঝি আর।
নূতন প্রয়াসেই হবে নিত্যদিনের
সব রং তুলির আঁচড়,
ঘরে থাকা পাখিরা যাযাবর হবে
গৃহহীনেরা পাবে ঘর।
উড়ে যাবে সব হালকা হওয়ারা
মনে স্বপ্নেরা অনড়,
আপন মনে ছবি আঁকা আঁকি হবে
হউক কেউ আপন-পর।
হৃদয়ের কাঁচে চীরচেনা মুখ ভাসে
পথ নেই তবে পালাবার,
থাকো তবে তুমি হৃদয়ের গহীনে-
কোন বাঁধা নেই আর।