নির্লোভ আর নিরহংকার বৈশিষ্ট্যে যে ব্যক্তিত্ব,

ন্যায় ও সততার পুঁজিতেই তার চীর উন্নত শীর,

আমি হেঁটে যাই সব ভেঙে  চূড়ে  করি  হতাহত,

জুলুমকারীরা হউক না সম উঁচু কোনো হিমাদ্রীর!

আমি মাঝ দরিয়ার ভরা ডুবিতেও কভু নই ভীত,

সাইক্লোন কি'বা ঘূর্ণিঝড়ে টিকে থাকা  এক  বীর,

রোদ-বৃষ্টিতে পুড়ে ছাই হলেও মাথা করি না নত,

গ্রেনেডের আঘাতে পা উড়ে গেলেও আমি রই স্থির।

আমি পাপীর দেহে কাঁপন ধরিয়ে মুছি দিই অস্তিত্ব,

দম্ভে গড়া অট্টালিকা ভেঙ্গে গড়ি  গৃহহীনের  নীড়,

আমি মৃত্তিকা থেকে সৃষ্টি হয়ে খোদা  দ্বারা লালিত,

আমি হেটে যাই যেথায়,সেথায় পর্বত ফেটে চৌচির!

আমি কে?

আমি বীর!

আমি সইতে পারিনা অপরাধহীন কোন দেহের রক্ত,

গোরস্থানে পুঁতে দেবো দেহ কোটি পাপিষ্ঠ অতিথির,

আমি রাইফেল ও  মিসাইলের  আওয়াজে ধ্বনিত,

টর্পেডো দিয়েই তলা উড়াবো তোদের সব তরীর ।

আমি কে?

আমি বীর!

ফেরেশতা সকলে সেবিছে আমারে শুরু থেকে সৃষ্টির,

জ্বীনদের শেষে হারিয়ে আমি হয়ে যাব শুধু মৃত্তির!

আমি কে?

আমি বীর!