বাস চলছে পথের সাথে
বাস চলছে ঐ,
বাসের মাঝে চলে সদাই
চিৎকার আর হৈচৈ।
সিটের মাঝে কেউবা বসে
কেউবা আছে শুয়ে,
দাড়িয়ে কেহ ঝিমাচ্ছে খুব
আছে কেউবা নুয়ে।
বাস তবে নেইকো আর বাস
আস্ত একটা বাজার,
ফিতা,চুড়ি সহ সবই চলে
আছে বাহারি খাবার।
দিক বেদিকে ছুটে বেড়ায়
চলার নেই যে শেষ,
কেউবা বাসে পারি জমায়
দূরের ঐ বিদেশ।
হেল্পার নিচ্ছে বাড়তি ভাড়া
ছুটে চলে বহুদূর,
কিছু বাসে লুকিয়ে থাকে
পকেটমার আর চুর!
বাজারের মোরে দাঁড়ায় গাড়ি
হর্ণ মারে পিপ পিপ,
ভয়ে কারোর কলিজা কাপে
হয়ে যায় নির্জীব।
পেট্রোলের ঐ বিষাক্ত ধোঁয়ায়
কারো হয়ে যায় বমি ,
বাসের সিটেই প্রণয় কালে
কেউবা খাচ্ছে হামি!
ড্রাইভার সাহেব চালায় গাড়ি
কখনো দেয় ঘুম,
বহু মাতাল ড্রাইভার সাহেব
নেশায় মারে চুম।
চলতে চলতে গাড়িকে তাই
দেয় আচমকা ঠেলে,
গাড়ি ভেঙ্গে মানুষ মেরেই
ড্রাইভার যায় জেলে।
কারোর যদি থেকেই থাকে
জরুরী কোন কাজ,
আপনারা তবে বিপদে আছেন
চড়বেন লোকাল বাস।