বলটা উড়ে মাঠ পেরোলেই
হয়ে যাবে ছয়,
মারবে উনি কেমনে ও ভাই
আউট হওয়ার ভয়।
গড়িয়ে সীমার বাহিরে নিলে
হবে সেটা চার,
ব্যাটের ওজন খুবই বেশি
যদি ভাঙ্গে হাড়!
ব্যাটিং করার লোভে উনি
নেয় না সিঙ্গেল রান,
বাউন্ডারি না হলে তার
থাকবে না যে মান ।
বলটা আসছে বেশ গতিতে
ঘুরিয়ে দেখে ঘাড়,
না জানি বল কোথায় লাগে
বাঁচবে না বুঝি আর!
পেস বলারের ঝড়ের গতি
বল দেখেনা ভাই ,
তাকে দেখে সবাই ভাবছে
পালিয়ে বোধহয় যায়!
ওভার কাটছে এভাবে তার
খেলাটা প্রায় শেষ,
এবার বোধহয় মারবে ছক্কা
জিতে যাবে বেশ।
বলার আসেছে খুব গতিতে
সময় নাই যে আর,
শূন্যে ব্যাটটা ঘুরালে যদি
স্ট্যাম্প হয় চুরমার!
প্রচন্ড বেগে মারবে বলটা
দিয়ে দেহের বল,
উড়ে যাকনা ব্যাটটা তার
খুলে যাক হাতল!
ভাবতে ভাবতে ওভার যাচ্ছে
হবে কি আর রান?
খোদা নছিবে এক ছয় দিলে
করবে টাকা দান।
শূন্য রানে চলবে না তার
পাবে না আর ভয়,
ক্রিকেটার ভাই ব্যাট হাকাতেই
হয়ে গেলো ছয়!
চারদিকে তাই বিজয় উল্লাস
তার প্রশংসার জোয়ার ,
ভালবেসে সবাই নাম দিয়েছে
সর্বসেরা ক্রিকেটার।