সিংহাসনের ভাবনা আছে বৈকি
আছে ক্ষমতার লোভ,
সব বিষয়ে সবে করে মাতামাতি
ধর্মের বিষয়ে চুপ।
খুব গোপনেই পাতা হয়ে গেছে
দাজ্জালের মায়াজাল,
হঠাৎ করেই  সামনে  আসবে
নিষ্ঠুর সব দিনকাল ।
আঘাতে আঘাতে বইয়ে দিবে
লাল রক্তের স্রোত,
তখন হয়তো জাগবে কারোর
মনের গহীনে ক্রোধ।
টাকা-পয়সা ও নর-নারীর প্রতি
থাকবেনা কোন লোভ,
কেউবা আবার  জীবন বাঁচাতে
পালিয়ে বাঁচবে খুব।
আশ্রয় নিবে  অনেকে  আবার
বৃক্ষের শীতল ছায়ায়,
কেঁদে কেউবা বুক ভাসাবে
মৃত  মুখের  মায়ায়।
আকাশসম সুউচ্চ  দালানেও
হতে পারে আক্রমণ,
কেড়ে নিবে কাফের মুশরিকরা
অনেকের আপনজন।
বীরেরা সব তলোয়ার হাতে নিবে
শক্তি দিবে আল্লাহপাক,
জীবনের মায়া তুচ্ছ করে দিবে
গেলে জীবন যাক!
এরই মাঝে শুরু হবে হয়তো
হাদিসের সে মহাকাল,
পৃথিবীর এই চীরচেনা রূপের
মৃত্যু  হবে  অকাল।
যুদ্ধ গড়াবে মাহাদী ও দাজ্জালে
মিথ্যার হবে অবসান,
এই যুদ্ধে ঝরে  যাবে  অসংখ্য
মুমিন আর মুসলমান।
বিশাল সংখ্যক সৈন্যের  ভয়ে
কাঁপবে নেতা বড় বড়,
ঈসা [আঃ] উড়ে এসে বলবে
নামাজটা  তো  পড়ো!
কপাট খুলতেই দৌড়ে পালাবে
মিথ্যাবাদী সে দাজ্জাল,
বর্শা দিয়ে বধ করে দিবে তাকে
শেষ হয়ে যাবে জঞ্জাল।