আমরা  সবাই  ভাল,
বাকিরা সবাই  কাল ,
হউক একটু রোমান্স,
কিংবা বোতল দু-এক,
গাঁজায় দুই-তিন  টান,
তবুও  আমরা  মহান।
আমরা  সবাই  ভাল,
হউক না একটু ডেটিং,
মিউজিকে চলে ট্রেনিং,
রোমান্টিক ফিল্ম চলে,
পরিবারের সবে মিলে,
দেখবো তা রাত-দিন।
আমরা  সবাই  ভালো,
সিগারেটে দু-তিন টান,
গীবত  করেই  ঘুরবো,
মিথ্যাচারও বাকি  নয়,
ছোট  পোশাক পরলে,
কি  আর  এমন  হয়!
আমরা সবাই  ভাল,
নামাজ পড়ি  সর্বদা,
হজ্জ - রোজাও চলে,
তাহাজ্জুদও পড়ে যাই ,
অল্প সুদ-ঘুষ খেলে ,
তেমন কোন ক্ষতি নাই!
আমরা  সবাই   ভাল,
জাদু-টুনায় মারি বান,
মিউজিকের তালে নাচি,
রাখিনা  কারোর  মান ,
অবৈধ প্রেম না করলে,
আমাদের থাকেনা জান।
আমরা সবাই  ভালো,
দান খয়রাতও বহু করি,
জনসেবায় জীবন বিলাই,
হালাল হারাম সব ধরি,
লোক দেখানো ভাল কাজ,
সবচেয়ে বড় বাহাদুরি।
আমরা  সবাই  ভাল,
করি কেহ ডাকাতি-চুরি,
ঝগড়াঝাটিও সবে করি,  
অনেকে  করি  ছিনতাই,
খুন করে  ফেললেই  বা -
কি আর এমন হয়ে যায়।
আমরা সবাই তবে ভাল,
ভাল  খারাপ  মিলে যাই,
প্রকাশ্যে সবে ভালই চলি,
আড়ালে কেউ ভাল  নাই,
চলুন  তবে  সবাই  মিলে,
এই সুন্দর পৃথিবী সাজাঁই।