তোমাকে চাই শরতের শশীতে,
তোমাকে চাই মাঘের নিশিতে।
তোমাকে চাই অগ্রহায়ণের উৎসবে,
তোমাকে চাই ফাল্গুনের নতুন পল্লবে।
তোমাকে চাই উতলা জলে,
তোমাকে চাই সমুদ্র তলে।
তোমাকে চাই ভাটা-জোয়ারে,
তোমাকে চাই মোহনার কিনারে।
তোমাকে চাই চৈত্রের খরাতে,
তোমাকে চাই শীতের ধরাতে।
তোমাকে চাই জ্যৈষ্ঠের মিষ্টি ফলে,
তোমাকে চাই কালবৈশাখের কবলে।
তোমাকে চাই নব-বধূর সাজে,
তোমাকে চাই শাড়ির ভাঁজে।
তোমাকে চাই চুলের সিঁথিতে,
তোমাকে চাই হৃদয়ের গীতিতে।
তোমাকে চাই সুরের মূর্ছনায়,
তোমাকে চাই ভরা জ্যোৎস্নায়।
তোমাকে চাই কবির কাব্যে,
তোমাকে চাই ছন্দের বাক্যে।
তোমাকে চাই ঝিঁঝিঁর ডাকে,
তোমাকে চাই সন্ধ্যার বাঁকে।
তোমাকে চাই তিমির রজনীতে,
তোমাকে চাই বিজলী চমকিতে।
তোমাকে চাই শরৎ সকালে,
তোমাকে চাই বসন্ত বিকালে।
তোমাকে চাই হেমন্তের গাঙচিলে,
তোমাকে চাই বরষার ভরা ঝিলে।
তোমাকে চাই রবির কিরণে,
তোমাকে চাই মেঘের আবরণে।
তোমাকে চাই পূর্ণিমার চাঁদে,
তোমাকে চাই অমাবস্যার রাতে।
তোমাকে চাই আমার কাব্যের অতি সহজ শব্দে
তোমাকে চাই হৃদয় গভীরে নিবিড়-নিস্তব্ধে।
তোমাকে চাই শাশ্বত-প্রেমে করে অমর-সঙ্গী
তোমাকে তাই করেছি আমি হৃদয়-কুঞ্জে বন্দী।