চল যাই হারিয়ে এই শরতের আকাশে,
গগন-তলে প্রেমের পরশ মাখব আভাসে।
শহুরে বিকেল পথ দেখিয়ে নিয়ে যাবে বহুদূরে,
মাতাল হওয়া বলিবে কথা তার স্বকীয় সুরে।
কর্ণে তোমার জবা হব চোখের হব কাজল,
ধীর পায়ে হাঁটবে তুমি উড়বে শাড়ির আঁচল।
কাশবন উঠিবে নাচিয়া উন্মাদ উতলা মনে,
বলিব আমি দেখ চেয়ে প্রিয়া এসেছে সনে।
বিকেল তার শোভা ছড়িয়ে হ’বে দীর্ঘক্ষণ,
গোধূলি-লগ্নে ছুঁ’য়ে দেব তোমার অবুঝ-মন।
পাখিরা সব র’বে চুপ করিবে না চেঁচামেচি,
তোমার মিষ্টি হাসি শুনিয়া অরণ্য উঠিবে নাচি’।
সন্ধ্যা এসে হিম ছড়িয়ে মিশে যাবে তোমার গায়ে,
জোনাকিরা নুপুর হ’বে তোমার রাতুল পায়ে।
চাঁদের আলোয় কইব কথা মাথায় দিয়ে খড়কুটো,
কবি হ’য়ে কাব্য লিখিব তুমি যে শেষ আশ্রয় টুকু।