মেঘ যাচ্ছে মেঘের বাড়ি রোদে পুড়ছে শহর,
তোমার সঙ্গে কাটাব আমি কিছুটা প্রহর।
পিচঢালা এই কালচে রাস্তায় হাঁটব দু’জন মিলে,
ভালোবাসা মেঘ হয়ে থাকবে আকাশনীলে।
কালো মেঘের দল ছায়া দিবে ক্লান্ত যখন তুমি,
বাতাস এসে তোমায় ছোঁবে হাসবে যখন তুমি।
আকাশ ফেটে রৌদ্র যখন পড়বে তোমার চোখে,
এইতো আমি দেখ চেয়ে তোমার স্বপ্নলোকে।
বিকেল এসে ললাট ছুঁয়ে পড়বে তোমার মুখে,
ছায়ালোকে ভাসব দু’জন অমর প্রেমো সুখে।
গোধূলি ডুবে সন্ধ্যা যখন ছোঁবে তোমার শাড়ি,
হাত ধরে চেনা পথে ফিরব মোরা বাড়ি।
*রচিত প্রণয়নের প্রথম কাব্য
দুপুর, কুঞ্জছায়া, নাসিরাবাদ