আমার মধ্যে চঞ্চলতা র’য়েছে, র’য়েছে শ্লীলতা;
আমি কোন ধর্মীয় গুরু নই যে বলিব—
আমি দুধে ধোয়া তুলসী-পাতা।
আমি মানি না কোন পীর-মুরীদ,
মানি না কোন ভণ্ড-পূজারী।
স্রষ্টা এক তাঁর সমকক্ষ নহে কেহ,
মানব শ্রেষ্ঠ ইহাই জানা দরকারী।
আমি জানিতে চাই না কী তাঁর ধর্ম,
কোথা থেকে সে আগত।
বিশ্বাস করি শুধু তাঁহারও ধমনীতে—
বইছে মোর মত রাঙা-রক্ত।
কে কী বর্ণের, কে কোন্ ধর্মের,
থাক না পরে এসব মিথ্যে-প্রথা!
স্রষ্টার এই অবনীতে তাঁহার সৃষ্টিকে—
ভালোবেসে যাব ইহাই যে মোর শেষ কথা।