কোন্ অজানায় ছিলেম মাগো এলেম তোমার জঠরে,
পরম-সোহাগে করিয়াছ লালন কত যে যত্নে-আদরে।
উষ্ণ-হিম সহিয়াছ সবি মাগো রাখিয়াছ পরম-যত্নে,
শরণ-আঁচলে করিয়াছ লালিত নিটোল সযত্নে।
মাথায় তুমি বুলাও যবে হস্ত মাগো মু’ছে যায় ব্যথা-পীড়ন,
তোমার মুখে শিখিয়াছি বুলি মাগো তুমি যে ছায়া-কিরণ।
তোমার নয়নে দেখিয়াছি বিশ্ব মাগো তোমার উরসে আশ্রয়,
বিশ্বভুবন ঘুরিয়া পাহিয়াছি সকাশে তোমার আহ্লাদ-প্রশ্রয়।
বদন তোমার পুষ্প-কানন মাগো হাস যবে ঝরে মোতি-মুক্তা,
কদম তোমার চুমিয়াছি আমি আছে সেথা বেহেশতী-বার্তা।
তোমার মমতায় তলিয়ে যাবে মাগো অতল মহা-জলরাশি,
তোমার কোলে পরম-সুখে মাগো কাটে যেন ক্ষণ-দিবানিশি।
তোমার ধীরতায় মিলায়ে গিয়াছে মাগো মৃত্তিকার সকল প্রাণ,
তোমার উপমা লেখা আছে মাগো শাশ্বত-গ্রন্থ-কোরান।
মা ধ্বনিতে প্রসন্ন-হৃদ পুলকিত হ’য়ে উঠে প্রাণ,
মা, মা, মা কহিয়াছেন এ-কথা খোদ প্রভু-রহমান।
তোমার সকাশে তুচ্ছ মাগো এই ধাত্রীর ভার;
অতুলনীয়-মহীয়সী মাগো তুমি আমার।