কাকে দেখছিস অমন করিয়া;
কাকে খাচ্ছে তোর পচা মস্তিষ্ক গিলে।
ওরে ওরাই তো মোদের মায়ের জাত;
জান্নাত যাঁহাদের পদতলে।
কাকে ছুঁয়েছিস ওরে নরপিশাচ তুই;
ও যে নিষ্পাপ ফুল, রবের প্রদত্ত নেয়ামত।
সে যে খোশ কিসমতী ও সৌভাগ্যের নিদর্শন,
সে সুসংবাদ নিয়ে ধরায় এসেছে স্রষ্টার স্বর্গীয় দূত।
এই নারী মোদের মা, এই নারী মোদের বোন,
এই নারী মোদের মেয়ে, নারী’ই মোদের সহধর্মিণী।
তাই বলে তো হতে পারে না সকল নারী—
মোদের কামনা-বাসনার সঙ্গিনী।
তাই বলি শোন্ ও পুরুষের জাত;
আয় রবের নামে শপথ নেই আজ মোরা।
মোদের দেখিয়া আর যেন কভু ভয়ে না থাকে—
অবনীতে আছে মায়ের জাতি যাঁরা।